মাদরাসা শব্দের অর্থ বিদ্যালয়, শিক্ষা কেন্দ্র, প্রচলিত অর্থে মাদরাসা বলতে বুঝায় সে শিক্ষা প্রতিষ্টানকে যেখানে ওহির জ্ঞান, ও পার্থিব জ্ঞানের সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ইসলামের আবির্ভাবের সাথে সাথে মহানবী (স) মক্কায় দারুল আরকামে মাদরাসা শিক্ষার সুচনা করেন। হিজরতে পর মদিনায় মসজিদে নববি সংলগ্ন সুফফা মাদরাসা প্রতিষ্টা করেন। মহানবীর আদর্শ অনুসরণ করে খুলাফায়ে রাশেদিন্, সাহাবাগন, এবং পর্যায়ক্রমে উমাইয়া ও আব্বাসী খলিফাগন মাদরাসা শিক্ষার সম্প্রসারণ করেন। এরই ধারাবাহিকতায় আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (র) অত্র এলাকাবাসীর সকল স্তরের ধর্মপ্রান মানুষের সার্বিক সহযোগিতায় নবীগঞ্জ নহরপুর শাহজালাল (র) দাখিল মাদরাসাটি ০১/০১/১৯৮৬ সনে প্রতিষ্টা করেন। আমি অধম মহান আল্লাহর দরবারে এই দোয়া করি অত্র প্রতিষ্টানকে মানবজাতির হেদায়তের কেন্দ্র বিন্দু হিসেবে কবুল করেন। যাদের পরিশ্রমে প্রতিষ্টানটি প্রতিষ্ঠিত হয়েছে এবং উত্তরোত্তর উন্নতি হয়েছে তাদের সকলের জিন্দা ও মুরদার মাগফিরাত কামনা করি। আমীন।